ঢাকায় যান চলাচল বেড়েছে
রাজধানী ঢাকায় যান চলাচল বেড়েছে, মানুষের চলাচল বেড়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে গত দিনের চেয়ে কয়েক গুণ বেশি গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গেছে। বাসগুলোতে আসন ভরার পরেও দাঁড়িয়ে যাত্রী নিতে দেখা গেছে।
গণপরিবহন সংশ্লিষ্টদের মতে, সড়কের চিত্র অনেকটাই স্বাভাবিক সময়ের মতো লাগছে। রাস্তায় যথেষ্ট গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন চলাচল করছে।
শিকড় পরিবহনের সহকারি জুবায়ের বলেন, "গতকালকের থেকে আজকে অনেক মানুষ বাইরে দেখা যাচ্ছে। আমরা মোটামুটি ভাল যাত্রী পাচ্ছি আজ। সবগুলো আসন ভরে যাওয়ায় দাঁড় করিয়েও নিতে হচ্ছে যাত্রী।"
শেওড়াপাড়ায় একজন ট্রাফিক নিয়ন্ত্রণ ভলেন্টিয়ার কামাল মিয়া বলেন, "গতকাল থেকে আজ মানুষের চলাচল অনেক বেড়েছে। আজকে যে পরিমাণ পাবলিক গাড়ি এবং ব্যক্তিগত গাড়ি চলছে তাতে মনে হচ্ছে সবকিছু অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে।"
মানুষের চলাচল বাড়ায় যাত্রী বেড়েছে বাইক ও সিএনজিতেও।
বাইকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, "আমি সকাল ৭ টায় বের হয়েছি। রাস্তায় আজ বেশ ভালো লোকজন আছে। সাতটা থেকে সকাল ১০ টা পর্যন্ত টানা ট্রিপ ছিল। কর্মজীবী লোকজনে বেশি আছে রাস্তায়। গতকালকেও বের হয়েছিলাম তবে গতকাল অত বেশি লোকজন ছিল না।"
সিএনজি চালক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, "রাস্তায় আজ ভাল লোকজন আছে। মানুষের চলাফেরা বেড়েছে, অনেকটাই স্বাভাবিক মনে হচ্ছে। আমরাও আজ যাত্রী পাচ্ছি।"
তিনি আরো বলেন, "তবে বেশির ভাগই বিভিন্ন অফিসের যাত্রী। সব ধরনের মানুষ এখনো হয়তো বাইরে বের হওয়া শুরু করেনি। তবে এভাবে চলতে থাকলে আশা করি, দুই একদিনের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।"