চলতি বছরের শেষে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের স্বপ্নের প্রকল্প পদ্মা সেতু চলতি বছরের শেষ নাগাদ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য (নওগাঁ-২) শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং প্রকল্প। বাংলাদেশের কেন্দ্রের সঙ্গে দক্ষিণের জেলাগুলোর মধ্যে সংযোগকারী ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণ তার সরকারের একটি সাহসী পদক্ষেপ যা অনেক বাধা অতিক্রম করেছে।
তিনি বলেন, প্রকল্পের দুই প্রান্তে অ্যাপ্রোচ রোড ও সার্ভিস এরিয়া নির্মাণের শতভাগ কাজ শেষ হয়েছে। মূল সেতুর ভৌত কাজ ৯৬ দশমিক ৫০ শতাংশ শেষ হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে কার্পেটিং, ভায়াডাক্ট কার্পেটিং, ওয়াটারপ্রুফ মেমব্রেন, মূল সেতু ও ভায়াডাক্টের মুভমেন্ট জয়েন্ট, ল্যাম্পপোস্ট, অ্যালুমিনিয়াম রেলিং, গ্যাস পাইপলাইন, ৪০০ কেভিএ বিদ্যুৎ ও রেললাইনের কাজ চলছে।
পদ্মা সেতু প্রকল্পের সংশোধিত বাজেট ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকায় দাঁড়িয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
এর আগে বিভিন্ন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, চলতি বছরের জুনে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।
এদিন সংসদ নেতা শেখ হাসিনা আরও বলেন, দেশের উন্নয়নে সরকারের নেয়া ১৭টি উল্লেখযোগ্য মেগা প্রকল্পের কাজ চলছে।
মেগা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল), ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট, এলএনজি টার্মিনাল ও গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প, পায়রা সমুদ্র বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্প এবং আশ্রয়ণ প্রকল্প।