গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১২
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। খবর আল-জাজিরার।
গাজা থেকে আল-জাজিরার প্রতিনিধি ইয়ুমনা আল সাঈদ জানিয়েছেন, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গাজা উপত্যকায় এই নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। এই বিমান হামলায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।
মঙ্গলবার স্থানীয় সময় বেলা দুইটার দিকে গাজার বিভিন্ন অংশের আবাসিক অ্যাপার্টমেন্টগুলো টার্গেট করে করে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে জানান আল জাজিরার প্রতিনিধি। নিহতদের মধ্যে তিনজন ইসলামিক জিহাদ কমান্ডার এবং বাকি নয়জন বেসামরিক নাগরিক ছিলেন- এরা বেশিরভাগই ছিলেন নিহত কমান্ডারদের পরিবার-স্বজন।
এছাড়া অ্যাপার্টমেন্টগুলোর আশেপাশের বেসামরিক নাগরিকরাও ইসরায়েলি বিমান হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন আল সাঈদ। হামলায় আহত ২০ জনই ছিলেন বেসামরিক নাগরিক।
এদিকে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ ঘোষণা দিয়েছে জানিয়েছে যে বিমান হামলায় তাদের তিন নেতা নিহত হয়েছেন। যে তিনজন নিহত হয়েছেন তাদেরকে জিহাদ আল-ঘান্নাম, খলিল আল-বাহতিনি এবং তারিক উজ আল-দীন বলে শনাক্ত করেছে গোষ্ঠীটি।
এক বিবৃতিতে ইসলামিক জিহাদ জানায়, এই তিন নেতা তাদের স্ত্রী-সন্তানসহ নিহত হয়েছেন; যদিও তারা নিহত কমান্ডারদের স্ত্রী ও সন্তানদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি বা কয় সন্তান নিহত হয়েছেন তা জানায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, গাজা সিটির একটি অ্যাপার্টমেন্ট ভবনের একদম ওপরের তলায় এবং রাফাহ শহরের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে।
সাম্প্রতিক সময়ে ইসরায়েলে রকেট নিক্ষেপের জন্য ইসলামিক জিহাদের কমান্ডারদের দায়ী করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সে কারণেই তাদেরকে লক্ষ্য করে 'অপারেশন শিল্ড অ্যান্ড অ্যারো' (কোডনেইম) নামক এই হামলা চালানো হয়েছে বলে ভাষ্য ইসরায়েলি সেনাবাহিনীর।
ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি অনশনকারী খাদের আদনানের মৃত্যুর প্রতিক্রিয়ায় ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে শতাধিক রকেট ও মর্টার নিক্ষেপ করা হয়। এর জবাবে গত সপ্তাহে ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।
প্রায় তিন মাস অনশন করার পর ইসরায়েলের কারাগারে মৃত্যুবরণ করেন ইসলামিক জিহাদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী খাদের আদনান। ফিলিস্তিনি প্রজনার'স সোসাইটি জানায়, বিনা অভিযোগে গ্রেপ্তারের প্রতিবাদে আমরণ অনশনে নেমেছিলেন খাদের আদনান এবং টানা ৮৭ দিন না খেয়ে ছিলেন তিনি।
আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, গত সপ্তাহে ইসরায়েলের বোমা হামলায় আল-সাফিনা, আল-বায়দার এবং আল-জয়তুনসহ গাজার বেশকিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজা সিটির উত্তর-পশ্চিমে ইসরায়েলি হামলায় শ্রাপনেলের আঘাতে গুরুতর আহত হওয়ার পর মারা যান ৫৮ বছর বয়সী হাশেল মুবারক আল-সওয়ারকি। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরে, বাইত হানুনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও পাঁচজন আহত হন।
এরপরে কাতারি, মিশরীয় ও জাতিসংঘের কর্মকর্তারা ইসরায়েল এবং সশস্ত্র ফিলিস্তিনি দলগুলোর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য হস্তক্ষেপ করার পরে শান্তিপূর্ণ অবস্থা ফিরে আসে।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, মঙ্গলবারের বিমান হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিন পাল্টা রকেট নিক্ষেপ করতে পারে- এই আশঙ্কায় গাজার ৪০ কিলোমিটারের মধ্যে থাকা ইসরায়েলি বাসিন্দাদের বোমা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি অবস্থানের নির্দেশনা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।