সাগরের তলদেশে টাইটান-এর ধ্বংসাবশেষে কেউ বেঁচে নেই
টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে হারিয়ে যাওয়া সাবমেরিনের পাঁচ আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জুন) রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কোস্ট গার্ডের একজন কর্মকর্তা।
টাইটান নামক ওই সাবমেরিনের দেহকাঠামোর 'ভয়াবহ ধরনের অন্তর্মুখী সংকোচনের' কারণে পাঁচ আরোহীর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এক বিবৃতিতে টাইটান-এর পরিচালনাকারী প্রতিষ্ঠান ওশেনগেট বলেছে, 'এ মানুষেরা ছিলেন প্রকৃত অভিযাত্রী যারা অভিযানের এক অনন্য উৎসাহ এবং মহাসমুদ্রে অনুসন্ধান ও সমুদ্ররক্ষায় গভীর অনুরাগ ধারণ করতেন।'
কানাডার একটি জাহাজ থেকে অনুসন্ধানে নিযুক্ত করা গভীর সমুদ্রে চলাচলের উপযুক্ত মনুষ্যবিহীন একটি রোবট টাইটান-এর ধ্বংসাবশেষ স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সমুদ্রের তলদেশে খুঁজে পায়।
টাইটানিকের ধ্বংসাবশেষের সামনের অংশ থেকে ১,৬০০ ফুট দূরে সমুদ্রের তলদেশে বিধ্বস্ত টাইটান পড়ে ছিল বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মার্কিন কোস্ট গার্ড-এর রিয়ার অ্যাডমিরাল জন মগার।
২২ ফুট লম্বা টাইটান-এর যাত্রীদের মধ্যে ছিলেন ৫৮ বছর বয়সী ব্রিটিশ বিলিয়নিয়ার হ্যামিশ হার্ডিং, পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী শাহজাদা দাউদ (৪৮) এবং তার ১৯ বছর বয়সী ছেলে সুলেমান, ফরাসি ওশেনোগ্রাফার ও টাইটানিক বিশেষজ্ঞ পল-অঁরি নারজিওলে (৭৭), এবং ওশানগেট-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্টকটন রাশ।
সাবমেরিনটি পরিচালনা করছিলেন স্টকটন রাশ। গত রোববার (১৮ জুন) আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয় এটি। জানা যায়, এই ডুবোযানটি একটি মডিয়ফায়েড ভিডিও গেম কন্ট্রোলার দিয়ে পরিচালিত হচ্ছিল।
নিখোঁজ হওয়ার পরপরই বিশ্বের বিভিন্ন দেশ সমুদ্রে অনুসন্ধানে নেমে পড়ে। জাহাজ ও বিমান ব্যবহার করে সমুদ্র চষে ফেলা হয় এটির খোঁজ পাওয়ার জন্য।
এর আগে মঙ্গলবার টাইটান হারিয়ে যাওয়ার এলাকা থেকে শব্দ শোনার কথা জানিয়েছিল একটি কানাডিয়ান পি-থ্রি বিমান।
পানির নিচ থেকে শব্দ পাওয়ার পর উদ্ধারকারী দল শব্দের উৎস খুঁজতে পানির নিচে তাদের রোবটিক অনুসন্ধান অভিযান নতুন স্থানে পরিচালনা করে।
টাইটানকে পানির নিচে ৯৬ ঘণ্টা পর্যন্ত থাকার মতো করে নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছিল এটির নির্মাতা প্রতিষ্ঠান। তাই সাবমেরিনে থাকা পাঁচ যাত্রী বৃহস্পতিবার সকাল পর্যন্ত টিকে থাকতে পারতেন বলে আশা করা হয়েছিল।
সমুদ্রে ডুব দেওয়ার এক ঘণ্টা ৪৫ মিনিট পরেই মূল জাহাজের সঙ্গে টাইটান-এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।