জ্বালানির অভাবে ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যেতে পারে গাজার সব হাসপাতাল: স্বাস্থ্য মন্ত্রণালয়
জ্বালানি সংকটের কারণে অবরুদ্ধ গাজা উপত্যকার সবগুলো হাসপাতাল আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আশরাফ আল-কুদরা।
আল জাজিরা অ্যারাবিকের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
ডা. আশরাফ আল-কুদরা জানান, বিশেষ করে গাজার উত্তরাঞ্চলে স্বাস্থ্যসেবা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।
জ্বালানি সংকটের কথা উল্লেখ করে গাজার সবচেয়ে বড় দুটি চিকিৎসাসেবা কেন্দ্র আল-শিফা ও আল-কুদস হাসপাতাল গতকাল সোমবার থেকে চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
এদিকে, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ এ পরিস্থিতিকে 'শোচনীয়' বলে উল্লেখ করেছে এবং যুদ্ধবিরতি ও বাস্তুচ্যূত ফিলিস্তিনিদের জন্য জরুরি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে।
টানা এক মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত হয়েছে ১১ হাজার দুইশরও বেশি মানুষ। যাদের মধ্যে শিশু রয়েছে সাড়ে চার হাজারেরও বেশি।
হামলা ও জ্বালানি সংকটে উপত্যকাটির ৩৫টি হাসপাতালের মধ্যে ২১টি হাসপাতাল পুরোপুরি বন্ধ হয়ে গেছে আরও আগেই। এবার প্রধান দুটি হাসপাতালও পুরোপুরি বন্ধের পথে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে এক হাজার দুই শ মানুষ নিহত হয়। হামাসের হাতে জিম্মি হয় ২৪০ জনেরও বেশি। জবাবে ইসরায়েলও গাজায় ব্যাপক হামলা শুরু করে।