বিমানবন্দরে বিদায়ী আলিঙ্গনের সময়সীমা চালু, ৩ মিনিট সময় বেঁধে দিল ডানেডিন এয়ারপোর্ট কর্তৃপক্ষ!
নিউজিল্যান্ডের ডানেডিন এয়ারপোর্টের নতুন সাইনবোর্ডটি বিশ্বজুড়ে বিতর্কের সৃষ্টি করেছে। সেখানে বিমানবন্দরের ড্রপ-অফ জোনে আলিঙ্গনের জন্য তিন মিনিট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বোর্ডে আরও বলা হয়েছে, "যারা বেশি আবেগপূর্ণ বিদায় চান, তারা দয়া করে পার্কিং জোন ব্যবহার করুন।"
ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে অনেকেই আলিঙ্গনের সময়সীমা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে অনেকে অবাক হচ্ছেন যে এখনও কিছু বিমানবন্দরে ফ্রি ড্রপ-অফ জোন আছে, সেখানে এর সাধারণ চার্জ ও জরিমানার হার বাড়ছে।
ডানেডিন এয়ারপোর্টের সিইও ড্যানিয়েল ডি বোনো নিউজিল্যান্ডের আরএনজেড রেডিওতে এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বিমানবন্দরগুলোকে 'আবেগের কেন্দ্রবিন্দু' বলে উল্লেখ করেন। তিনি বলেন, "একটি গবেষণা অনুসারে ২০ সেকেন্ডের আলিঙ্গন 'ভালোবাসা হরমোন' অক্সিটোসিনের নিঃসরণে যথেষ্ট। তাছাড়া দ্রুত যাত্রীদের সরিয়ে নেওয়া হলে আরও বেশি মানুষ আলিঙ্গনের সুযোগ পাবেন।"
ড্যানিয়েল ডি বোনো আরও বলেন, "আমরা বহু বছর ধরে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। ডানেডিন এয়ারপোর্টে ১৫ মিনিটের জন্য ফ্রি পার্কিং জোন আছে। বিদায়ের জন্য চাইলেই সেটি ব্যবহার করা যেতে পারে।"