ড্রেসিং রুমে ধূমপান করার শাস্তি পেলেন সুজন
অনেক পরিচয় তার। তিনি জাতীয় দলের সাবেক ক্রিকেটার, করেছেন অধিনায়কত্বও। পরে যুক্ত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি), লম্বা সময় ধরে তিনি বিসিবির পরিচালক। জাতীয় দলে ম্যানেজার, সহকারী কোচ, টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে কোচিং করান। এবারের বিপিএলে খুলনা টাইগার্সের প্রধান কোচে ছিলেন সুজন। এতো দায়িত্ব সমালানো আর অভিজ্ঞতায় সমৃদ্ধ সাবেক এই অধিনায়কই এমন কাণ্ড ঘটিয়েছিলেন কদিন আগে, যার জন্য শাস্তি পেতে হলো তাকে।
বিপিএলে নিজ দলের ম্যাচ চলাকালীন ড্রেসিং রুমেই ধূমপান করেন সুজন। এই ঘটনায় তাকে সোমবার শাস্তি দেওয়া হয়েছে। ক্রিকেটের চেতনাবিরোধী কাজের জন্য খুলনার কোচকে ম্যাচ ফি'র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর্থিক জরিমানার পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।
লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে গত শুক্রবার ফরচুন বরিশালের মুখোমুখি হয় খুলনা। মিরপুরে অনুষ্ঠিত সেই ম্যাচে জয় পায় তারা। রোমাঞ্চকর শেষ ওভারের লড়াইয়ের সময় ড্রেসিং রুমে দাঁড়িয়ে ধূমপান করছিলেন সুজন, যা ধরা পড়ে টিভি ক্যামেরায়। টিভিতে দেখা যায়, ড্রেসিং রুমের ভিউয়িং এরিনার সামনে দিকে দাঁড়িয়ে স্পিনার নাসুম আহমেদ। তার ঠিক পেছনেই ধূমপান করছেন সুজন।
ওই ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সুজনকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে, তার কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তোলা হয়। অশোভন এই দৃশ্যের জন্ম দেওয়ায় শাস্তি পেতে হলো তাকে। আম্পায়ারদের অভিযোগের প্রেক্ষিতে শাস্তির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। সুজন অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
বিসিবির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন রংপুর রাইডার্সের দুই ক্রিকেটার শেখ মেহেদি হাসান, নিকোলাস পুরান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেন সৈকতও। শেখ মেহেদি রংপুরকে জিতিয়ে উদযাপনের সময় ব্যাট দিয়ে হেলমেটকে উড়িয়ে মারেন। এই ঘটনায় বিসিবির আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। শাস্তি হিসেবে ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে ডানহাতি এই অলরাউন্ডারকে।
বিসিবির আচরণবিধির ২.২২ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় পুরানের বিরুদ্ধে। জার্সির নীতিমালা ভঙ্গ করেছেন ক্যারিবীয় এই ক্রিকেটার। মেহেদি ও পুরান অপরাধ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি। জার্সির লোগোর নীতিমালা ভঙ্গ করে জরিমানার খড়্গে পড়েছেন মোসাদ্দেক। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে মোসাদ্দেককে। মোসাদ্দেকও শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।