ইংল্যান্ডকে কাঁদিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
ছেলেরা যা করেছিলেন ২০১০ সালে, ১৩ বছর পর সেই কীর্তির পুনরাবৃত্তি করলেন স্পেনের মেয়েরাও। ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো নারী ফুটবল বিশ্বকাপ জিতল স্পেন।
রোববার সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। ছেলেদের পর স্পেনের মেয়েরাও হলেন বিশ্ব চ্যাম্পিয়ন। ছেলেদের ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পুনরাবৃত্তি হলো মেয়েদের ২০২৩ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে।
স্প্যানিশদের বিশ্বকাপ জেতানোর মূল কারিগর ওলগা কারমানো। ২৯ মিনিটে এই ডিফেন্ডারের দেওয়া গোলে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে প্রথম বিশ্বকাপ জেতে স্পেন।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন স্পেনের মেয়েরা। ৬৪ মিনিটে নিজেদের ডি-বক্সের ইংলিশ ডিফেন্ডার কেইরা ওয়ালশের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে স্পেন অধিনায়ক জেনিফার হারমোসোর পেনাল্টি শট রুখে দেন ইংল্যান্ড গোলরক্ষক ম্যারি আর্পস।
তবে এরপরেও আর ম্যাচে ফিরতে পারেনি ইংল্যান্ড। অতিরিক্ত ১৫ মিনিট খেলার সুযোগ পেয়েও গোল শোধ দিতে পারেনি থ্রি লায়ন্সরা। স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠলেও শিরোপা নিয়ে ঘরে ফেরা হলো না ইংলিশদের।