শুক্রবার রাত থেকে ৭ ঘণ্টা বিমানবন্দর সড়কে যান চলাচল সীমিত
শুক্রবার (১২ মে) রাত থেকে শনিবার (১৩ মে) ভোর পর্যন্ত বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে উড়ালসড়কের নির্মাণকাজের জন্য শুক্রবার রাত ১১টা থেকে পরদিন শনিবার সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা বিমানবন্দর সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে।
এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
এর আগে সর্বশেষ গত ২৮ এপ্রিলেও একইভাবে ৭ ঘণ্টা বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত রাখা হয়।
চলতি বছরের মার্চ পর্যন্ত তৃতীয় টার্মিনালের ৭০% এরও বেশি নির্মাণকাজ সম্পন্ন হয়েছে বলে বেবিচক সূত্রে জানা গেছে।
কর্মকর্তারা বলছেন, বহুল প্রতীক্ষিত টার্মিনালটি আগামী অক্টোবরের মধ্যেই চালুর সম্ভাবনা রয়েছে।
তারা জানান, নির্মাণ সম্পন্নের পর টার্মিনালটি বিমানবন্দরে আসা বর্তমান যাত্রীর দ্বিগুণ সংখ্যক যাত্রীকে পরিষেবা প্রদান করতে পারবে।