সেবার মান বাড়ানোর পাশাপাশি আন্তঃক্যাডার বৈষম্য দূরীকরণের দাবি প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের
সেবার মান উন্নয়ন করে তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, দেশের অর্থনৈতিক উন্নয়নে যথাযথ ভূমিকা রাখা এবং আন্তঃক্যাডার বৈষম্য দূর করার দাবিতে মানবন্ধন করেছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা খামারবাড়িতে এক মানবন্ধন করে তাদের দাবিদাওয়ার একটি স্বারকলিপি দিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রেয়াজুল হকের কাছে।
কর্মকর্তারা যেসব দাবি তুলে ধরেছেন তার মধ্যে রয়েছে, দেশব্যাপী সেবার মান বাড়িয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। একইসঙ্গে ভেটেরিনারি সার্ভিসকে ইমারজেন্সি সার্ভিস হিসেবে ঘোষণা করার দাবিও করেছেন কর্মকর্তারা।
এখন থেকে মেধার ভিত্তিতে ব্যাচভিত্তিক পদোন্নতির ব্যবস্থা নিশ্চিতের দাবি করা হয়। সকল পর্যায়ের পদায়নে জেষ্ঠ্যতা নিশ্চিত করতে হবে। বঞ্চিত কর্মকর্তাদের ভুতাপেক্ষ পদোন্নতির দাবিও করেছেন এসব কর্মকর্তারা।
এ ছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তর সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বাস্তবায়নের জন্য প্রশাসনিক ক্ষমতা অধিদপ্তরের অধীন কর্মকর্তাদের উপর ন্যাস্ত করা, অধিদপ্তরের মাঠপর্যায়ের বিভিন্ন দপ্তরের সাথে সংযুক্ত এয়ারমার্কড বাসগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাতিল ঘোষণা করার ব্যবস্থা গ্রহণ করে সংযুক্ত বাসাগুলোর উপযোগিতা বিবেচনায় নিয়ে ডরমিটরি হিসাবে স্বীকৃতি প্রদান, প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন কর্মরত কর্মকর্তাদের গ্রেড-ভিত্তিক প্রাপ্যতা অনুসারে অন্যান্য ক্যাডারের ন্যায় মোবাইল ভাতা নিশ্চিত করার দাবি করা হয়।
অধিদপ্তরের কাজে গতিশীলতা আনতে অতি দ্রুত মহাপরিচালককে গ্রেড-১ পদে পদোন্নতি প্রদান, ক্যাডারে শৃঙ্খলা আনতে অতিদ্রুত অধিদপ্তরে কমপক্ষে ৬টি গ্রেড-২ এর পদ সৃজন করা, জনবল কাঠামোর অন্যান্য প্রয়োজনীয় সংস্কার করে তার বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, গ্রিন হাউজ গ্যাসের নির্গমন কমানো এবং প্রাণিসম্পদ খাতের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি, প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জীববৈচিত্র সংরক্ষণের লক্ষ্যে গ্রিন ক্লাইমেট ফান্ডসহ অন্যান্য বৈশ্বিক অর্থায়নে প্রকল্প গ্রহণ ও একটি জলবায়ু সেল তৈরি করার দাবি করা হয়।
এসময় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রেয়াজুল হক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বয়জার রহমান, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মোহাম্মদ শাহাদত হোসেন সহ দু'শর বেশি কর্মকর্তা উপস্থিত ছিলেন।