ফিলিস্তিনের ‘গণহত্যা’ ইস্যুতে পোস্টের বিতর্কে এজেন্টের পাশে দাঁড়ালেন টম ক্রুজ
অভিনেতা টম ক্রুজের এজেন্ট মাহা দাখিল সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনপন্থী পোস্ট করে তোপের মুখে পড়েছেন। এমতাবস্থায় ব্যক্তিগতভাবে নিজের এজেন্টকে সমর্থন করে পাশের দাঁড়িয়েছেন হলিউডের বিখ্যাত এই অভিনেতা।
গাজায় চলমান হামলা নিয়ে মাহা দাখিল নিজের ইনস্টাগ্রামে বলেন, "গণহত্যার সাক্ষী হওয়ার চেয়ে হৃদয়বিদারক আর কী আছে? গণহত্যা যে ঘটছে, সেটা অস্বীকার করারও সাক্ষী হচ্ছি।"
মাহা বিখ্যাত ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সি (সিএএ) এর মোশন পিকচার ডিপার্টমেন্টের কো-চিফ পদে ছিলেন। গাজা ইস্যুতে এমন বেশ কয়েকটি পোস্ট প্রদানের পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়, টম নিজে মাহার অফিসে গিয়েছেন। একইসাথে সিএএ-এর কাছে এটা নিশ্চিত করেছেন যে, তিনি তার এজেন্টকে সমর্থন করছেন।
একইসাথে এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায়, সিএএ-এর বেশকিছু কর্মীও মাহার প্রতি কোম্পানিটির এমন আচরণের জন্য চাকরি ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন।
মাহাকে যদিও কোম্পানিটি থেকে চাকরীচ্যুত করা হয়নি। বরং কোম্পানির এজেন্ট হিসেবে রেখে অন্যসব সিনিয়র পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
তবে শুধু মাহাই নয়, বরং মেক্সিকান অভিনেত্রী মেলিসা ব্যারেরাকেও একই ধরনের মন্তব্যের কারনে 'স্ক্রিম ৭' সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ইনস্টাগ্রাম স্টোরিতে এই অভিনেত্রী বলেন, "আমিও একটি উপনিবেশিক দেশ থেকে এসেছি। ফিলিস্তিন (অবশ্যই) স্বাধীন হবে। তারা আমাদের কবর দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তারা জানত না যে, আমরা বীজ।"
আরেকটি পোস্টে মেলিসা বলেন, "গাজা যেন একটি বন্দি শিবির, বর্তমানে তেমনই আচরণ করা হচ্ছে। সবাই মিলে কোণঠাসা করেছে। যেখানে কোথাও যাওয়ার জায়গা নেই, বিদ্যুৎ নেই, পানি নেই। আমাদের ইতিহাস থেকে মানুষ কিছুই শেখেনি। লোকেরা এখনও নীরবে সব ঘটতে দেখছে। এটি গণহত্যা এবং জাতিগত নির্মূল।"
গতকাল (বুধবার) পাল্প, লুসি ড্যাকাস, স্লেটার-কিনিসহ কয়েক হাজার সঙ্গীতশিল্পী গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। আর সেলেনা গোমেজের মেকআপ কোম্পানি 'রেয়ার বিউটি'-এর পক্ষ থেকে গাজায় সাহায্য প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।
অন্যদিকে গ্যাল গ্যাডট, ক্রিস পাইন, মার্ক হ্যামিল এবং জেমি লি কার্টিসের মতো হলিউডের ৭০০ তারকা ইসরায়েলের পক্ষে সমর্থন জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন।